ভিশন ও মিশন
রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলি
১.১ রূপকল্প (Vision) :
সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষ সরবরাহকরণ।
১.২ অভিলক্ষ্য (Mission) :
প্রাণিসম্পদের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের (Value addition) মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদাপুরণ।
১.৩ কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives):
১.৩.১ দপ্তরের কৌশলগত উদ্দেশ্যসমূহ
1. গবাদিপশু-পাখির উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি।
2. গবাদিপশু-পাখির রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ।
3. মানবসম্পদ উন্নয়ণ ও কর্মসংস্হানের সুযোগ সৃষ্টি।
4. প্রাণিজাত পণ্য উৎপাদন, আমদানী ও রপ্তানি বৃদ্ধিতে সহায়তা ।
5. গবাদিপশু-পাখির জেনেটিক রিসোর্স সংরক্ষণ ও উন্নয়ন ।
1.3.2 আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ
1. দক্ষতার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন;
2. কার্যাপদ্ধতি, কর্ম পরিবেশ ও সেবার মানোন্নয়ন;
3. দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন;
4. তথ্য অধিকার বাস্তবায়ন জোরদারকরণ;
5. আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন।
১.৪ কার্যাবলি (Functions):
1.4.1 দুধ, মাংস,ও ডিমের উৎপাদন বৃদ্ধি করা ।
1.4.2 গবাদিপশু-পাখির চিকিৎসা, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ।
1.4.3 গবাদিপশু-পাখির কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ।
1.4.4 গবাদিপশু-পাখির পুষ্টি উন্নয়ন ।
1.4.5 গবাদিপশু-পাখির জাত উন্নয়ন ।
1.4.6 প্রাণিসম্পদ উৎপাদন উপকরণ ও প্রাণিজাত খাদ্যের মান নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মূদ্রা অর্জন ।
1.4.7 গবাদিপশু-পাখির খামার ব্যবস্হাপনার উন্নয়ন।
1.4.৮ প্রাণিসম্পদ বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন।
1.4.৯ পশুখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজতকরণ ও বিপননের লাইসেন্স প্রদান ও নবায়ন।
১.৪.১০ পশুখাদ্য ও মাংসের মান নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস